• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০২:০৪ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:১৬ পিএম, ০৭ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় নির্বাচন

সারাদেশে ২৭ প্রার্থীর ভোট বর্জন


রবিবার ৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১৬



সারাদেশে ২৭ প্রার্থীর ভোট বর্জন

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সারাদেশে বিভ্ন্নি অনিয়মের অভিযোগ তুলে মোট ২৭ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থী ভোট বর্জন করেছেন। রোববার (৭ জানুয়ারি) দিনের বিভিন্ন সময় তারা ভোট বর্জন করেন। নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য জানিয়েছে।

এদিকে বিকেল ৪টার দিকে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এখন ভোট গণনা চলছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

এবারের সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখনও পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটে। এর মধ্যে ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়। অনিয়মের অভিযোগে সাত জনকে আটক করা হয়। এ ছাড়া আমাদের দুজন প্রিসাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ইসি জানায়, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়ে।

এর আগে তিনি জানিয়েছিলেন, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়ে।

বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->