• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:১০:৩৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

১২:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
লাইফস্টাইল

বড়দিনের পার্টির সাজ-পোশাক


রবিবার ২৪শে ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৯



বড়দিনের পার্টির সাজ-পোশাক

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক:

  আর  মাত্র  একদিন বাকি । তারপরেই ‘মেরি ক্রিসমাস’ বলে একে অপরকে উইশের মাধ্যমে সেলিব্রেশন শুরু হয়ে যাবে। বড়দিন সেলিব্রেট তো করবেনই, তবে তার আগে দিনটিতে নিজেকে সাজাতে ভুলবেন না যেনো।

জেনে নিন এই বিশেষ দিনে কীভাবে সাজবেন-

১) যেকোনও মেকআপ করার আগে ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করুন। গোলাপি বা পিচ রঙের ব্লাশার ব্যবহার করুন।

২) চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে ডার্ক গ্রে আই স্যাডো ব্যবহার করুন। চোখের পাতায় ডবল কোট মাসকারা ব্যবহার করুন।

৩) উজ্জ্বল রঙের লিপ লাইনার ব্যবহার করবেন। যেমন গোলাপি, কমলা কিংবা লাল। একই রঙের লিপস্টিক ব্যবহার করুন। তারপর সবশেষে লিপগ্লস ব্যবহার করতে ভুলবেন না। তবে লিপস্টিক কিংবা লিপ লাইনার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখেবন, যে সমস্ত প্রোডাক্ট উচ্চমানের এবং দীর্ঘস্থায়ী, সেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। নাহলে সারারাত পার্টি করার সময়ে মাঝপথেই মেকআপ ভ্যানিশ হয়ে যাবে।

৪) বেশিরভাগ মেয়েরাই পার্টির সময়ে চুল খুলে রাখতে পছন্দ করেন। তবে আপনি মানানসই নতুন হেয়ারস্টাইলও করতে পারেন। মাথায় রাখবেন, যা আপনাকে মানায় এবং যাতে আপনি স্বচ্ছ্বন্দবোধ করবেন তাই আপনাকে অতুলনীয় করে তুলবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->