• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৩৬:৩৪ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’ এর যাত্রা শুরু


বুধবার ১২ই জুন ২০২৪ রাত ১১:২১



বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’ এর যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দায়িত্বশীল সাংবাদিকতা এবং সুস্থ্য বিনোদনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’। দেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ‘আল্ট্রাএইচডি’ টেলিভিশন চ্যানেল এস। বুধবার সন্ধ্যায় কেক কেটে এবং জমকালো সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এই সম্প্রচার মাধ্যমটি। এর আগে সার্বিক সমৃদ্ধি কামনা করে চ্যানেল এসের  আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের উদ্বোধন করলেন রাষ্ট্রপ্রধান।এ সময় রাষ্ট্রপতি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্ববাসী। গণমাধ্যমের বিকাশে সরকার সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে । 

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য , রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজনসহ দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এসময় তারা চ্যানেল এস এর পথচলায় শুভকামনা জানান। আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ্য ধারার বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের  মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নেবে চ্যানেল এস।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->