চ্যানেল এস ডেস্ক:
বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তা গণমাধ্যম সঠিকভাবে তুলে ধরতে দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তার কার্যালয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন,মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে এবং মিথ্যাচার থেকে রক্ষা পায় সেদিকে লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সমস্ত বাংলাদেশে থেকে জামায়াত-শিবির ঢাকায় ডুকেছে এবং সাথে সাথে ছাত্রদলের ক্যাডাররাও সক্রিয় ছিলো। কারণ যতোগুলো ঘটনা ঘটেছে ছাত্রদলও এর সঙ্গে সম্পৃক্ত।
মন্তব্য করুনঃ