• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:৩৮ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত


মঙ্গলবার ২৫শে জুন ২০২৪ বিকাল ০৩:২৬



সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া প্রতিনিধি: 

খুলনার ফুলবাড়িগেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন জনের সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে তাকে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলশি জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->