• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:০১:১৫ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

সরকারের আন্তরিকতা না থাকলে নির্বাচন করা কঠিন: সিইসি


বৃহঃস্পতিবার ২৪শে নভেম্বর ২০২২ সকাল ১১:৫৯



সরকারের আন্তরিকতা না থাকলে নির্বাচন করা কঠিন: সিইসি

ছবি : সংগৃহীত

সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে তাহলে নির্বাচন করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তিনি সরকারের রাজনৈতিক আদর্শ ও সহায়তা কামনা করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে না। ভোটে কার্যকরী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং কেন্দ্রে তাদেরকেই ব্যালন্স তৈরি করতে হবে।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ অপরিহার্য। তাদের মধ্যে ডায়ালগ থাকলে নির্বাচন করা সহজ হবে।

নির্বাচনী আইন সংশোধন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাব পাঠানো হয়েছে, আমরা অপেক্ষা করছি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ