সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষিব্যবস্থা তৈরি করতে গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, পরিত্যক্ত জমিগুলোকে কৃষির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য সরকার থেকে নানা রকম সহযোগিতা দেয়া হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় চারা উৎপাদনকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় ড. আবদুর রাজ্জাক আরও বলেন, কৃষি যদি লাভজনক না হয় কেউ চাষ করবে না। আমরা চেষ্টা করছি, লাভজনক কৃষিব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুরুল হক প্রমুখ।
মন্তব্য করুনঃ