ছবি : সংগৃহীত
ফুটবলজ্বরে কাঁপছে পুরো বিশ্ব। বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। তাইতো সারা দেশের ফুটবলভক্তদের সব কটি ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেলটি। এছাড়া থাকবে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।
শনিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিটিভির অনুষ্ঠান বিভাগ।
সরাসরি টিভি পর্দায় খেলা দেখার জন্য অধীর হয়ে আছেন দেশের কোটি কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে–তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। সেই আগ্রহের কথা মাথায় রেখেই বিশ্বকাপের সব আয়োজন সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।
ফিফার নিয়মানুযায়ী, স্বত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে কাতার বিশ্বকাপ। ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল বাংলাদেশ টেলিভিশন। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।
মন্তব্য করুনঃ