• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫০:১৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আনার হত্যার ২ আসামি পাহাড়ে ছদ্মবেশে ছিলেন: ডিবির হারুন


বুধবার ২৬শে জুন ২০২৪ রাত ০৯:০০



আনার হত্যার ২ আসামি পাহাড়ে ছদ্মবেশে ছিলেন: ডিবির হারুন

ছবি: চ্যানেল এস

আমিরুল ইসলাম, চ্যানেল এস: 

সংসদসদস্য আনোয়ারুল আজীম আনার হত্যামামলার অন্যতম দুই পলাতক আসামিফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তারকরেছে ঢাকা মহানগর গোয়েন্দাপুলিশের একটি দল।  

আনোয়ারুল আজীম আনার হত্যার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে সীতাকুণ্ড অবস্থান করে আসছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। 

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় দুই আসামিকে নিয়ে হেলিকপ্টারযোগে ৩০০ ফিটের পূর্বাচলে ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদ কিলিং মিশনে অংশ নেন। মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া। বিভিন্ন জায়গায় পলাতক দুই আসামির অবস্থানের তথ্য পাচ্ছিলাম। অবশেষে মঙ্গলবার জানতে পারি তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ে রয়েছেন।  

হারুন অর রশিদ বলেন, সীতাকুণ্ড পাহাড়ের পাতালকালী নামক একটি মন্দিরে তারা নিজেরদের নাম-পরিচয় গোপন করে হিন্দু ধর্মের অনুসারী পরিচয়ে অবস্থান নেয়। পরে সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রায় ২৩ দিন যাবত তারা সেখানে বসবাস করে আসছিল। 

তিনি বলেন, আনার হত্যার পর এই দুই আসামি ১৯ মে বাংলাদেশে আসে। ২০ মে তাদের দুজনকে মাত্র ৩০ হাজার টাকা দেয়া হয়। তারা বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল।

মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করাই এখন মূল টার্গেট বলে জানান ডিবি কর্মকর্তা হারুন। যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সকে চিঠি দেয়া হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে, তারাও চেষ্টা করছে ধরার। আমরাও চেষ্টা করছি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->