• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৬:০০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


রবিবার ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৪:৩৯



তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চারদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

রোববার (৪ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। 

এদিকে আবহাওয়া দফতর বলছে সহসাই বৃষ্টির কোনো সুখবর নেই। যেকারণে তাপপ্রবাহ এখনই কমছে না। 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সময় সংবাদকে বলেন, আরও চার থেকে ছয় দিন অব্যাহত থাকবে তাপপ্রবাহ। তবে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষভাগে মৌসুমী বায়ুর প্রভাবে উঁকি দেয়ার সম্ভাবনা আছে বহুল কাঙ্ক্ষিত মেঘের। 

গরমের এ সময়ে অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ