• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৫:১০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

০৬:৪২ পিএম, ২৫ মার্চ ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের


শনিবার ২৫শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪২



বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব অপশক্তি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদের মুখপাত্র হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শনিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। 

ওবায়দুল কাদের বলেন, তিনি সব অপশক্তির মুখপাত্র। তার বিরুদ্ধে কথা বলব না? এই দেশে বাস করে যে বলতে পারে পাকিস্তান আমল অনেক ভালো ছিল। সেকি অপশক্তির চেতনা ধারণ করে না? সেকি অপশক্তির পৃষ্ঠপোষক নয়?’  

পাকিস্তান আমলে ভালো ছিলাম— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, তারা পাকিস্তানের সেবাদাস ও দালাল। তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান।’ এ সময় বিএনপিকে পরাভূত ও পরাজিত করার শপথ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন কাদের। 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিএনপি নামক দল কেন গণহত্যা দিবস পালন করতে চায় না? তাদের আজ কোনো কর্মসূচি নেই। তারা কোনো কর্মসূচি রাখে না। কারণ, ২৫ ও ২৬ মার্চের চেতনা তারা ধারণ করে না। এ কারণে তারা চুপচাপ বসে আছে। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই। 

সহযোগী সংগঠনের উদ্দেশ্যে কাদের বলেন, বড় বড় ইফতার পার্টির কোনো প্রয়োজন নেই। জিনিসপত্রের ঊর্ধ্বগতি কারণে যারা কষ্টে আছেন আমরা তাদের পাশে দাঁড়াব। তাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছাব। দলীয়ভাবে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, এই টাকা গরিবের মাঝে বিতরণ করুন। এটা নেত্রীর নির্দেশ, আমি আপনাদের জানিয়ে রাখলাম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ