• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:১১:১৫ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

১২:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
ভ্রমণ

ট্রেনে ঈদযাত্রা শুরু; প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয়


সোমবার ১৭ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:৩৬



ট্রেনে ঈদযাত্রা শুরু; প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয়

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজ সোমবার (১৭ এপ্রিল) শুরু হলো রেলপথে ঈদযাত্রা। এ দিন সকালে রাজধানীর কমলাপুরে দেখা যায় ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুর্ঘটনার কারণে বাতিল করা হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস-এর চলাচল। 

দেরিতে ছেড়েছে মহানগর প্রভাতি। 

সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে গেলেও এর পরই দেখা দেয় শিডিউল বিপর্যয়। টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি স্টেশনে। চেক করা হয় ৩ স্থানে। দেখাতে হয় এনআইডি কার্ড। 

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার জের এখনো কাটিয়ে উঠতে পারেনি রেল। তাই উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও বিপর্যয়ে পূর্বাঞ্চলের ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটের প্রায় সব কটি ট্রেনই ছাড়ছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে। ঈদে বাড়ি যেতে পেরে তবুও খুশি যাত্রীরা। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ায় আশা প্রকাশ করেন, কুমিল্লায় দুর্ঘটনার জেরে প্রথম দিন কিছুটা সমস্যা হলেও বাকি দিনগুলোতে নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবে ঘরমুখী মানুষ। 

প্রতিদিন ৫২ জোড়া আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বে।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->