• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:১৭:৫৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

কানাডায় মাছ ধরতে গিয়ে জোয়ারে ভেসে ৪ শিশুর মৃত্যু


রবিবার ৪ঠা জুন ২০২৩ দুপুর ০২:৪৮



কানাডায় মাছ ধরতে গিয়ে জোয়ারে ভেসে ৪ শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

দলবন্ধ হয়ে মাছ ধরতে গিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। কানাডার কুইবেক প্রদেশে নদীর তীরে মাছ ধরতে গিয়ে শিশুসহ একদল লোক জোয়ারে ভেসে যাওয়ার পর এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

কানাডার কুইবেক প্রদেশের সেন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরতে গিয়ে ১১ জন লোক জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশু মারা গেছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ওই দলের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জোয়ারে ভেসে যাওয়ার পর রাত ২ টায় জরুরি পরিষেবাগুলোকে ডাকা হয় এবং পরে তাদের ছয়জনকে পানি থেকে উদ্ধার করা হয়। কানাডার কুইবেক প্রদেশের কোট-নর্ড অঞ্চলে ঘটনাটি ঘটেছে। 

নিহত ওই চার শিশুর সবার বয়সই ১০ বছরের বেশি। জোয়ারে ভেসে যাওয়ার ঘটনার পর কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ-সুর-মের এলাকায় নদীর তীরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। 

পরে তাদেরকে উদ্ধার করে ওই অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া এই ঘটনায় ৩০ বছরের বেশি বয়সী একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ