• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০৪:২৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৫:৪১ পিএম, ১২ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
প্রিয় ঢাকা
উন্নয়ন

মেট্রোরেলের জন্য আলাদা ইউনিট চায় এমআরটি পুলিশ


শুক্রবার ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪১



মেট্রোরেলের জন্য আলাদা ইউনিট চায় এমআরটি পুলিশ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আলাদা ইউনিট গঠনের দাবি করেছে এমআরটি পুলিশ। এ সংক্রান্ত আবেদনও জমা দেয়া হয়েছে। শিগগিরই এ প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নগর পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে মেট্রোরেল। এরইমধ্যে উত্তরা থেকে মতিঝল রুটের ১৬টি স্টেশনই চালু হয়েছে। কম সময়ে নির্বিঘ্ন যাতায়াতে রাজধানীবাসীর স্বস্তির নাম এখন মেট্রোরেল। 

মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা হয় বিশেষায়িত মেট্রোরেল পুলিশ । একজন ডিআইজির নেতৃত্বে গত বছরের ২১ অক্টোবর থেকে কাজ করছে তারা। শুরুতে ২৩১ জন থাকলেও এখন এমআরটি পুলিশের সংখ্যা ৫০৬ জন। মেট্রোরেলের নিশ্চিদ্র নিরাপত্তায় লোকবল বাড়ানোর পাশাপাশি স্বতন্ত্র ইউনিট করার দাবি এমআরটি পুলিশের।

এমআরি পুলিশের ডিআইজি মো. সাইফুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র লাইন সিক্সের জন্য আমার ১ হাজার ৬০০ ফোর্স লাগবে, যদি আমি প্রোপার সিকিউরিটি দিতে চাই। একই সঙ্গে যে স্পেশাল ইউনিট তৈরি করার কথা, প্রধানমন্ত্রী যে অনুশাসন দিয়েছেন সেটা দ্রুত ইমপ্লিমেন্ট করতে হবে।’ 

এই আবেদন জানিয়ে গত অক্টোবরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয় এমআরটি পুলিশ। যা পরে পাঠানো হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।

মো. সাইফুল ইসলাম বলেন, ‘এখন আমাদের প্রায় ৫০৬ জন কাজ করছে। সেটাও অপ্রতুল। আমরা আগেও ১ হাজার ৩৭ জনের একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে গিয়েছে। এটা দিলে হয়তো ফোর্সের সংখ্যা বাড়বে।’ 

চিঠির বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরী বলছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি বলেন, ‘প্রস্তাব একটি দিয়েছে সেটা আমাদের কাছে আছে। আমরা এটা দেখছি যে কি করা যায়। আমরা সবাই মিলে বসে দেখবো যে এটা নিয়ে কি করব।’ 

মেট্রোরেলে বর্তমানে দৈনিক প্রায় দেড় লাখ যাত্রী চলাচল করছে। এ বছরই মধ্যরাত পর্যন্ত যাত্রী পরিবহনের পরিকল্পনা কর্তৃপক্ষের।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->