• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০২:৪৭:৩৫ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা


বুধবার ২৫শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৯



রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি। 

বুধবার (২৫ জানুয়ারি) ইসি ভবনে নির্বাচনকমিশনের সভায়এ সিদ্ধান্তহয়। সভাশেষে প্রধাননির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলআউয়াল এসবতথ্য জানান। 

এরআগে সকালেইসি ভবনেপ্রধান নির্বাচনকমিশনার কাজীহাবিবুল আউয়ালেরনেতৃত্বে নির্বাচনকমিশনের সভাশুরু হয়।সভায় উপস্থিতছিলেন কমিশনাররাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসি সচিবজাহাঙ্গীর আলমসহঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন সিইসি।

বৈঠক শেষে সিইসি বলেন, বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না।

সংবিধান অনুযায়ী, আগামি ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদকাল। শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 ২২ তম রাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম আলোচনায় রয়েছে। 

মন্তব্য করুনঃ