• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ০১:৩২:০৮ (03-Dec-2023)
  • - ৩৩° সে:

সম্মেলনের আগে ছাত্রলীগের আর কোনো কমিটি হবেনা: বাহাউদ্দিন নাছিম


শনিবার ১২ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:১৯



সম্মেলনের আগে ছাত্রলীগের আর কোনো কমিটি হবেনা: বাহাউদ্দিন নাছিম

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নতুন করে ছাত্রলীগের আর কোনো কমিটি ঘোষণা নয়।

শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনো কমিটি ঘোষণা না করে তার নির্দেশ দেয়া হয়েছে।’

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। ছাত্রলীগের সর্বশেষ ২৯তম জাতীয় সম্মেলন ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হয়।

ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ