• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১০:৩১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৮:৩৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
বাংলাদেশ

বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম


সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৮:৩৯



বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম

ফাইল ছবি

কয়েকদিন ধরেই বাজারে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আমিষের সবচেয়ে সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের দাম। এই ক’দিনের মধ্যে হালি প্রতি ডিমের দাম প্রথম ধাপে ৩৮-৪০ টাকা থেকে গিয়ে ৫০-৫৫ টাকায় ঠেকেছে। নিম্ন আয়ের মানুষের আমিষ গ্রহণের একমাত্র উৎস এই ডিমের দাম বাড়ায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন তারা। দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের।

মাহফুজা, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে চলে যার সংসার। বড় আক্ষেপ করেই বলছিলেন ছেলের পুষ্টি চাহিদা মেটানোর একমাত্র অবলম্বন ভাঙ্গা ডিম কেনার সামর্থও হারাচ্ছেন দিনকে দিন। এমন গল্প নিম্ন আয়ের প্রায় বেশিরভাগ মানুষেরই। সম্প্রতি দ্রব্যমুল্যের উর্ধ্বগতি এমনিতেই বিষিয়ে তুলেছে এসব মানুষকে। এর মাঝে ডিমের দাম বৃদ্ধিতে একেবারেই দিশেহারা তারা।

ডিম দাম বৃদ্ধির প্রভাব পড়েছে হোটেল রেস্তোরায়ও্। আগে যেখানে পাওয়া যেতো ২০ টাকায় সেটি এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কারনে বেড়েছে ডিমের দাম।

সহসাই ডিমের দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা। তবে এভাবে সব পন্যের দাম বাড়তে থাকলে নি¤œ আয়ের মানুষের জীবন ধারন কষ্টসাধ্য হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->