ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্বার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের।
রোববার (১৩ নভেম্বর) স্বজনরা বিপ্লবের মরদেহ শনাক্ত করেছে।
এর আগে বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাগলা নৌফাঁড়ির উপপরিদর্শক শাজাহান আলী জানান, মরদেহের মাথায়, কপালে ও চোখে আঘাতের চিহ্ন ছিল। ক্ষত স্থানগুলোতে সেলাই ছিল। পরনে কালো রংয়ের ট্রাউজার ও ছাই রংয়ের গেঞ্জি ছিল।
মন্তব্য করুনঃ