• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:২৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

১১:১৪ এএম, ০৭ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
জাতীয় নির্বাচন

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা


রবিবার ৭ই জানুয়ারী ২০২৪ সকাল ১১:১৪



মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে নৌকার কর্মী মো. ঝিল্লুকে (৪২) কুপিয়ে হত্যা করার অভিযোগ প্রতিপক্ষ কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মীদের বিরুদ্ধে। 

রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত ঝিল্লুকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী হিসেবে দাবি করেছে নৌকার সমর্থকরা। 

নৌকার সমর্থকরা জানান, এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী ও সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকার দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে গেছে। 

নিহতের স্ত্রী জানান, জিল্লু নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

পুলিশ সুপার মো. আকরাম খান জানান, ঘটনার পরপরই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় রক্তাক্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রশাসন সজাগ রয়েছে। মুন্সীগঞ্জে বাকি দুটি আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->