০৭:২৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
নাটোরের বনপাড়া কলার হাট উত্তর বঙ্গের অন্যতম বড় কলার হাট। দেশের বিভিন্ন জেলা থেকে কলা কেনাবেচা করতে ক্রেতাবিক্রতারা ভীড় জমায় এই হাটে। এখানে প্রতি হাটে এক কোটিরও বেশি টাকার কলা কেনাবেচা হয়। কৃষি বিভাগের মতে বনপাড়াসহ জেলার বিভিন্ন হাট থেকে প্রতি বছর ১৩০ কোটি টাকার কলা জেলার বাইরে যায়। আর হাটের অবোকাঠামোসহ সকল সুযোগ সুবিধা ও নিরাপত্তা বিধানে সচেস্ট রয়েছে জেলা প্রশাসন।
সপ্তাহের শনিবার ও মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপ্সা এলাকায় বসে উত্তর বঙ্গের অন্যতম বড় কলার হাট এই বনপাড়ার কলার হাট। কাক ডাকা ভোর থেকেই হাকডাকিতে মুখর হয়ে ওঠে কলাহাটের পরিবেশ। জেলা এবং জেলার বাহির থেকে এসে কলা বেচাকেনা করতে ভীড় জমায় ক্রেতাবিক্রতা। এ হাটের যোগাযোগ ব্যবস্থা ভাল। সুযোগ-সুবিধার পাশাপাশি হাটের পরিবেশ নিরাপদ থাকায় কলাচাষি ও ব্যপারীরা নির্বিঘেœ কলা কেনাবেচা করতে পারেন। সিরাজগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে কলা কেনাবেচা করতে আসেন বেপারীরা, প্রতি হাটে প্রায় ৫০ ট্রাক কলা কেনাবেচা হয়।
কলার দাম পেয়ে খুশি চাষিরা। ব্যাপারীরাও খুশি আশানুরুপ দামে বেচা কেনা করে। কলার আকার ও মানভেদে ১০০ কান্দি কলা ২০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দরে কলা বিক্রি করে খুশি কৃষক ও ব্যাপারীরা। মানে ১ কান্দি কলা ২০০ টাকা থেকে ৮০০ টাকা দরে কলা কেনা বেচা হতে দেখা যায় এই হাটে। এই হাটে আনাজি, সবরি, চাপা, জিন ও সাগর কলা বেশি উঠে ।
এই কলার হাটকে ঘিরে জীবীকা নির্বাহ করছেন অনেকে, জেলার বাইরের ব্যবসায়ীদের কলা কিনে দিয়ে কান্দি প্রতি ১০টাকা করে নেয় অনেকে। প্রতি হাটে কলা কিনে পাকিয়ে বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ক্ষুদ্র কলা ব্যবসায়ী। তেলের দামের সাথে পাল্লা দিয়ে গাড়ি ভাড়া বৃদ্ধিতে লাভের পরিমান কমেছে। গাড়ি ভাড়া বাবদ তার পরিবহন খরচ বেড়েছে ২ হাজার টাকা। এতে আগের তুলনায় লাভের পরিমাণ কমেছে।
কৃষি বিভাগের মতে জেলায় ১ হাজার ৪৪৪ হেক্ট্রর জমিতে কলার চাষ হয়েছে। ১৩০ কোটি টাকার কলা উৎপাদন হয় আর হাটের অব-কাঠামো সহ সকল সুযোগ সুবিধা ও নিরাপত্তা বিধানে সচেস্ট রয়েছে জেলা প্রশাসন।
মন্তব্য করুনঃ