• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০৩:৫৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


সোমবার ১৫ই জুলাই ২০২৪ দুপুর ০১:৫৩



ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

আদালত ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে, মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি–নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করা হয়। এছাড়া জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি–ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে, তাদের ক্ষেত্রে কোটা বজায় রাখতে নির্দেশ দেয়া হয়। হলো।

রায়ে হাইকোর্ট আরও বলেন, প্রয়োজনে এসব কোটার পরিবর্তন, অনুপাত বা শতাংশ কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় কোনো বাধা তৈরি করবে না। এছাড়া, কোটা পূরণ না হলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করা যাবে।

গত ৯ জুলাই কোর্টের অনুমতি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। ওইদিনই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই আবেনের শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করেন চেম্বার আদালত। সেদিন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। আগামী ৭ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

আদালত জানিয়েছেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এ আদালতের সামনে তুলে ধরতে পারে। আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবেন।

মন্তব্য করুনঃ


-->