• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০০:৩৪ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

০৬:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
খেলা
নারী কথন
ফুটবল
বাংলাদেশ

বিজয়োল্লাস, রাজকীয় সংবর্ধনায় বরণ সাফজয়ী নারী ফুটবলারদের


বৃহঃস্পতিবার ২২শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৬:৩৪



বিজয়োল্লাস, রাজকীয় সংবর্ধনায় বরণ সাফজয়ী নারী ফুটবলারদের

ফাইল ছবি

ঐতিহাসিক সাফ শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাঘিনীরা। বিজয়ী কন্যাদের বরণ করতে ভিন্ন আবহ ছিলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় ও ফুটবল প্রেমীরা দক্ষিন এশিয়ার চ্যাম্পিয়নদের ফুলের শুভেচ্ছা, আবেগ আর ভালোবাসায় বরণ করে নেয়। শুভেচ্ছা শেষে খেলোয়াড়রা ছাদ খোলা বাসে করে বাফুফেতে পৌছান অগণিত ভক্তদের ভালোবাসা সিক্ত হয়ে।

কারো হাতে ফুল; কেউবা অভিভাদন জানানোর নানা অনুসঙ্গ হাতে নিয়ে বাঘিনীদের বরণ করার অপেক্ষায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দনেরর ভিআইপি টার্মিনালের চারপাশ উচ্ছসিত জনতার ভীড়ে কানায় কানায় পরিপূর্ণ।

ঐতিহাসিক ট্রফি অর্জনকারীদের বয়ে নিয়ে আসা বিজয়তরীটি বিমানবন্দরের মাটি স্পর্শ করার সাথে সাথেই বাঁধভাঙা উচ্ছাসে ফেটে পড়ে ফুটবল প্রেমীরা। আনুষ্ঠানিকতার বাধা ডিঙিয়ে যখন ভক্তদের চোখে ধরা পড়ে বাঘিনীদের এগিয়ে আসার দৃশ্যপট তখই চারদিকে শুধুই গর্জন।

টার্মিনালে ঢুকেই স্বপ্নবাজ মেয়েদের উদ্দ্যেশ্যে বার্তা দেন কিভাবে বাধা ডিঙিয়ে একেকটি সাবিনা, কৃষ্ণা এবং সানজিদাদের স্বপ্ন ছুঁতে হয়।

দীর্ঘ অপেক্ষা শেষে যখন চ্যাম্পিয়নরা ছাদ খোলা বাসে ওঠেন তখনই উচ্ছসিত জনতার বিচ্ছুরন ঘটে, আবেগে, ভালোবাসায়, মুগ্ধতায়। ভক্তদের সীমাহীন অনুরাগের প্রতিাদানে খোলা ছাদ থেকেও ফুল ছোড়েন এবং দাড়িয়ে হাত নাড়েন বিজয়ী কন্যারা।

এ সময় রাস্তার দু’পাশে হাজারো ফুটবলভক্তরা চ্যাম্পিয়নদের স্বাগত জানান।  মোবাইল ফোনে একখন্ড স্মৃতি ধরে রাখতে দূর থেকে সেল্ফি তোলার দৃশ্যও ছিলো চোখে পড়ার মত।

ধীর গতিতে এগিয়ে চলা সোনারকন্যাদের বহনকারী গাড়ির সামনে ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতেছে রাজধানীর মানুষ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ