• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৪৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনীয় বাহিনীর ৪০০ অবস্থানে রাশিয়ার গোলাবর্ষণ: জেলেনস্কি


সোমবার ২১শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫০



ইউক্রেনীয় বাহিনীর ৪০০ অবস্থানে রাশিয়ার গোলাবর্ষণ: জেলেনস্কি

ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর প্রায় ৪০০ অবস্থানে গোলাবর্ষণ করেছে রাশিয়া। রোববার (২০ নভেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ অভিযোগ করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জেলেনস্কি তার নৈশকালীন ভাষণে বলেন, দোনেৎস্ক অঞ্চলে আগের মতো ভয়াবহ লড়াই চলছে। এখনো রুশ গোলাবর্ষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে। যদিও বিরূপ আবহাওয়ার কারণে তুলনামূলক কম হামলা হয়েছে। লুহানস্ক অঞ্চলে লড়াইয়ের সময় আমরা ধীরে এগোচ্ছি। রোববার পূর্বাঞ্চলে ৪০০ গোলা হামলার ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত ও সুচিন্তিতভাবে ধ্বংস করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলেনস্কি প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আটকে থাকতে পারেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবার সদস্যরা কাজ করছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ