চ্যানেল এস ডেস্ক:
শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আজ বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে দুটি বিশেষ মেট্রোরেল চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আজ সকালে চালু করা হয় বিশেষ এই ট্রেন দুটি।
বিশেষ সুবিধা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও পেশাজীবীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ মিনিটে ট্রেন দুটি উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।
কেবল এমআরটি পাস কিংবা র্যাপিড পাস ব্যবহার করে ট্রেন দুটিতে ভ্রমণ করা যাবে। বিশেষ এই ট্রেন দুটি বর্তমানে চালু ১২টি স্টেশনেই থামবে।
মন্তব্য করুনঃ