• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২০:৫৫ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

কুমারখালিতে পেঁয়াজ চাষে বাজিমাত


বৃহঃস্পতিবার ১৪ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩১



কুমারখালিতে পেঁয়াজ চাষে বাজিমাত

ছবি: সংগৃহীত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

মাত্রসাড়ে তিন বিঘা জমিতে পেয়াজ চাষ অন্তত ১২ লাখ টাকা মুনাফা হয়েছে কুষ্টিয়ার এক কৃষি উদ্যোক্তার। 

জেলার কুমারখালীউপজেলার চাপড়া ইউনিয়নের কবুরাট গ্রামের কৃষক কিনাজ উদ্দিন বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র। অভাবের সংসারে কিছুটা সহায়তার উদ্দেশ্যে চলতিমৌসুমে সাড়ে তিন বিঘা জমি ইজারা নিয়ে তিনি গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেন। আর তাতেই তিনিসফল। জমি ইজারাতে মনিরুলের খরচ হয়েছে ৩৫ হাজারটাকা, বীজ, সার কীটনাশক এবং মজুরি বাবদ খরচ হয়েছে ২ লাখ ৭০হাজার টাকা।

উপজেলা কৃষি বিভাগ ২৭শ টাকা নগদ প্রণোদনাসহ নানা সহযোগিতা দিয়েছে। মনিরুল  বিঘাপ্রতি ফলন পেয়েছেন ১২০ মন। সাড়ে তিন বিঘায় তার মোট ফলন হয়েছে অন্তত ৪শ মন। পেঁয়াজেরএই জাতটি একেবারেই নতুন হলেও মনিরুলের সাফল্য অনুপ্রাণিত করছে অন্যদেরও। স্থানীয় চাষীদের অনেকেই আগামীতে এই জাতের পেয়াজ চাষ করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->