• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০১:০০:৪৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

০১:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
বিএনপি

অপ্রয়োজনীয় প্রকল্পের নামে লুটপাটে মেতেছে সরকার : মির্জা ফখরুল


মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:৩২



অপ্রয়োজনীয় প্রকল্পের নামে লুটপাটে মেতেছে সরকার : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সরকার অপ্রয়োজনীয় প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটে মেতেছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটির বিষয়ে দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন—এটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশের কোনো লাভ হবে না। এ ধরনের চুক্তির মধ্যদিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে সরকার।

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হলেও মওকুফ বা মুক্ত করা হয়নি। অবিলম্বে পরিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি চাই।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ