• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪২:৪৯ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

২০২৬ সালের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের লক্ষ্য অস্ট্রেলিয়ার


রবিবার ২০শে নভেম্বর ২০২২ দুপুর ১২:৩৫



২০২৬ সালের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের লক্ষ্য অস্ট্রেলিয়ার

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ২০২৬ সালের কপ শীর্ষ সম্মেলনের আয়োজক হওয়ার আশা করছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ শনিবার (১৯ নভেম্বর) বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য তার দেশের ভাবমূর্তি ইতিবাচক পরিবর্তন চাইছেন তিনি। খবর এএফপির।

ব্যাংকক সফরকালে অ্যালবেনিজ বলেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার জন্য একটি বড় বৈশ্বিক বিষয় কী তা দেখানো এবং আয়োজনের জন্য এটি একটি ভালো সুযোগ।’

অস্ট্রেলিয়ার দশক পুরোনো রক্ষণশীল জীবাশ্ম জ্বালানিপন্থি সরকারের বিপক্ষে জনগণের ক্ষোভের পরিপ্রেক্ষিতে নির্বাচনে জয় পেয়ে অ্যালবেনিজ এ বছর ক্ষমতায় এসেছেন। এরপর থেকে তিনি ২০৫০ সাল নাগাদ শূন্য কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা বিশ্বমান অনুযায়ী উচ্চাভিলাষী না হলেও বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ও কয়লা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়ার জন্য এটি  বিপ্লবতুল্য ব্যাপার।

অ্যালবেনিজ প্রশান্ত মহাসাগরীয় মিত্র দ্বীপদেশগুলোর সঙ্গে কপ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে গুরুতর হুমকির মুখে রয়েছে এবং দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনের সংশয়বাদের সমালোচনা করে আসছে।

২০২৫ সালে পুনর্নির্বাচনের মুখোমুখি হওয়ার আগে অ্যালবেনিজ ইভেন্টটি আয়োজনের আশা করেছিল; কিন্তু কূটনৈতিক জটিলতার কারণে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় ইভেন্টটি হওয়ার সম্ভাবনা বেশি।

সংযুক্ত আরব আমিরাত ২০২৩ সালে জলবায়ু নিয়ে আলোচনার আয়োজন করবে। একটি ইউরোপীয় দেশ ২০২৪ সালে জলবায়ু শীর্ষক ইভেন্ট আয়োজনের আশা করছে এবং ব্রাজিল ২০২৫ সালের আলোচনার জন্য বিড করছে। তাই অস্ট্রেলিয়া ২০২৬ সালকে জলবায়ু সম্মেলনের জন্য ‌বেছে নিয়েছে।

শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হলে তা অস্ট্রেলিয়ার জন্য একটি নাটকীয় পরিবর্তনের প্রতীক হবে উল্লেখ করে অ্যালবেনিজ বলেন, ‘আমি যেসব দেশের সঙ্গে এটি উত্থাপন করেছি, তাদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি।’

অ্যালবেনিজ দ্বীপ-মহাদেশটিকে একটি নবায়নযোগ্য ‘পরাশক্তি’ হিসেবে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ