• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩২ রাত ১২:০৭:৪৪ (17-Sep-2025)
  • - ৩৩° সে:

সরকার আবারও জঙ্গি নাটক শুরু করেছে : রিজভী


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:১৫



সরকার আবারও জঙ্গি নাটক শুরু করেছে : রিজভী

ছবি : সংগৃহীত

সরকার আবারও গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অতীতের জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করেছিল, এখন সেই একই পথে নেমেছে আওয়ামী মাফিয়া সরকার।

রিজভীর দাবি করেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার। জামিন বাতিল করে বুধবার (৯ নভেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিনে যুবদল নেতা আলী আকবর চুন্নু ও স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে প্রতিদিন বিএনপির নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আওয়ামী পুলিশ।

প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে— উল্লেখ করে রিজভী আরও বলেন, পথে পথে হামলা করছে। গ্রেপ্তার-মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে এই জনতার সাগরে ওঠা টালমাটাল জোয়ারকে?

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->