• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১২:৩৯:০৭ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত


বৃহঃস্পতিবার ২৩শে মে ২০২৪ দুপুর ১২:০৯



গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। আর ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ সকালে নির্ধারিত সময়ে তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। ধীরাশ্রম স্টেশন পার হওয়ার পর সাড়ে সাতটার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। 

হানিফ আলী আরও জানান, ঢাকা-জয়দেবপুর রেল সড়কে ডুয়েলগেজ ডাবল লাইন। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি আবার ঢাকা উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে। 

তুরাগ কমিউটার ট্রেনের কয়েকজন যাত্রী জানান, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেন ছাড়ার শুরুর কিছুক্ষণের পরই একটি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ শব্দ হয়। তখন যাত্রীদের অনেকে ভীত হয়ে পড়েন। তবে কেউ হতাহত হননি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->