• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:৫২:২০ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প অনুভূত


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫৬



তুরস্কে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে অনুভূত হলো ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোলু জানান, কারো মৃত্যুর খবর শোনা যায়নি। তবে মঙ্গলবারের প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। খবর সিএনএনের।

দুজসে শহরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। কিন্তু রাজধানী আঙ্কারা এবং বড় শহর ইস্তাম্বুলেও অনুভূত হয় জোরালো কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূভাগ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাত্র ২০ মিনিটের ব্যবধানে চার দশমিক ৭ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। যার প্রভাবে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পরে বিদ্যুৎ সংযোগ। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ায় অনেক মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের নভেম্বর মাসেই ৭ মাত্রার ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছিলেন ৮৪৫ জন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ