ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত জানালেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। খবর সিএনএনের।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইভাঙ্কা জানান, পরিবারকেই অগ্রাধিকার দিতে চাইছেন তিনি। এই কারণে রাজনীতিতে না জড়ানোর পরিকল্পনা করছেন তিনি। সন্তান ও পরিবার নিয়ে ব্যক্তিগত জীবনযাপন করতে চান ইভাঙ্কা। তবে বরাবরের মতোই বাবার পাশে থাকবেন বলেও জানান তিনি। প্রয়োজনে ট্রাম্পের সহায়তায় কাজ করবেন ইভাঙ্কা। সবসময় মার্কিন জনগণের সহায়তা করে যাবেন বলেও জানিয়েছেন ট্রাম্প কন্যা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেন। এ সময় তার স্ত্রী মেলানিয়া, ছেলে এরিকসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন সেখানে, কিন্তু ইভাঙ্কা ছিলেন না।
মন্তব্য করুনঃ