• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৮:০৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজধানীর ফুটপাত বিক্রি ও লিজ দিচ্ছে কারা, জানতে চেয়েছেন হাইকোর্ট


সোমবার ২১শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩৫



রাজধানীর ফুটপাত বিক্রি ও লিজ দিচ্ছে কারা, জানতে চেয়েছেন হাইকোর্ট

ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে সেগুলো বিক্রি এবং লিজ দিচ্ছে কারা; সেই তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন।

সোমবার (২১ নভেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

আদেশে হাইকোর্ট বলেন, যারা ফুটপাত বিক্রি ও লিজ দেয়ার মতো অবৈধ কাজ করছে, তাদের তালিকা আগামী ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। একইসঙ্গে, কোথায় ফুটপাত কতটুকু দখল হয়ে আছে, সেই তথ্যই দাখিল করতে হবে সংশ্লিষ্টদের। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে আরও কঠোর হতে সরকারকে নির্দেশ দেয়া হয়।

মন্তব্য করুনঃ