• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ০৮:২৪:৩৬ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
স্বাস্থ্য
স্বাস্থ্য ও চিকিৎসা

মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী


রবিবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৩



মঙ্গলবার থেকে হাসপাতালগুলোতে অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

হাসপাতাল এবং চিকিৎসকের গাফিলতিতে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা তদারকি করতে অভিযান শুরু করা হবে বলেও জানান মন্ত্রী। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাত সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

 স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাফিলতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে। যিনি দোষী হবেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 

ডা. সামন্ত লাল সেন বলেন, সঠিক ব্যবস্থাপনায় হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে কিনা, এ বিষয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকেই অভিযান শুরু করা হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->