• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৩৬:০০ (03-May-2024)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, একাই ৭ উইকেট নিলেন মালয়েশিয়ার অখ্যাত পেসার


বুধবার ২৬শে জুলাই ২০২৩ দুপুর ১২:৩০



টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, একাই ৭ উইকেট নিলেন মালয়েশিয়ার অখ্যাত পেসার

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন মালয়েশিয়ার অখ্যাত এক পেসার। এর আগে যে কীর্তি কেউ গড়েনি। ৪ ওভার বল করে তুলে নিয়েছেন প্রতিপক্ষে ৭টি উইকেট। যার সবকটিই ছিল বোল্ড আউট।

ইতিহাস গড়া বোলারের নাম সায়াজরুল ইদ্রাস। বুধবার (২৬ জুলাই) আইসিসি পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলের কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই এ বিশ্বরেকর্ড গড়নে ইদ্রাস। 

ইদ্রাসের আগে ১২ জন বোলার পুরুষদের টি-টোয়েন্টি ছয় উইকেট নিলেও কেউই ৭ উইকেট নেয়ার নজির গড়তে পারেননি। ৩২ বছর বয়সী ইদ্রাস এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪৭টি। 

মালয়েশিয়ার এই অখ্যাত পেসারের তোপে পড়ে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় চীন। ইদ্রাস ৪ ওভার বল করে ১ মেডেন নিয়ে ৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। ম্যাচটিতে মালয়েশিয়া জয় তুলে নিয়েছে ৮ উইকেটে। ৎ

ইদ্রাসের আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ম্যাচে সবচেয়ে ভালো বোলিং পরিসংখ্যানের নজির ছিল নাইজেরিয়ার পিটার আহোর। পিটার ২০২১ সালের ২৪ অক্টোবর সিয়েরা লিওনের বিপক্ষে ম্যাচে ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ইদ্রাস সেই রেকর্ড ভাঙলেন। 

প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে বাছাইপর্বের টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টের বিজয়ীরা নভেম্বরে নেপালে এশিয়া আঞ্চলিক ফাইনালে খেলবে। সেই ইভেন্টের দুটি শীর্ষস্থানীয় দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। 

উল্লেখ্য, ছেলেদের টি-টোয়েন্টিতে এটি প্রথম ঘটনা হলেও মেয়েদের টি-টোয়েন্টি প্রথম এ কীর্তি গড়েছিলেন নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারডিক। তিনি ফ্রান্সের বিপক্ষে এ রেকর্ডটি করেছিলেন ২০২১ সালে। তার নেয়া সাত উইকেটের ৬টি ছিল বোল্ড ও একটি এলবিডব্লিউ।

খবর ইএসপিএনক্রিকইনফো 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ