• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:২৪:২২ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সম্মেলনে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার


শুক্রবার ২৩শে ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:৩৩



প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সম্মেলনে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকেন। সব বিবেচনায় নিয়েই আওয়ামী লীগের সম্মেলন নির্বিঘ্ন করতে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ প্রধান। নিরাপত্তার সব ধরনের ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। ডিএমপি কমিশনার নিশ্চিত করেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার সমস্ত প্রস্তুতি রয়েছে। সম্মেলন ঘিরে কোনো হুমকি নেই।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (২৪ ডিসেম্বর)। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী দলটির সম্মেলন থেকে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এ বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পর্দা উঠবে সম্মেলনের। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আধঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এই অধিবেশন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ