• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:২৬ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:২০



চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেল বিভাগ। 

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। তিনি জানান, দীর্ঘদিন ধরে রহনপুর রেলস্টেশনের পাশের এলাকায়, রেলওয়ে সম্পত্তির ওপর অবৈধভাবে  স্থাপনা গড়ে তুলে, ব্যবসা-বাণিজ্য কোরে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা দখলমুক্ত না করা পর্যন্ত, এ অভিযান চলবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- পাকশী রেলওয়ে  বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল ও রেলওয়ের সিনিয়র  সহকারী নির্বাহী প্রকৌশলী এম. রিয়াসাদ ইসলাম সহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->