• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৯:২৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৫


শুক্রবার ১৭ই মে ২০২৪ সকাল ১১:৪৫



কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৫

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাঁচজন নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মে) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। একজন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ। অন্যজন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন। 

হাইওয়ে পুলিশ জানায়, রিল্যাক্স পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->