• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৫:৫০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয় দলে ডাক পেয়েই প্রথম আম্মুকে ফোন দিয়েছি: দিপু


সোমবার ৫ই জুন ২০২৩ বিকাল ০৪:১৬



জাতীয় দলে ডাক পেয়েই প্রথম আম্মুকে ফোন দিয়েছি: দিপু

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শাহাদাত হোসেন দিপু। নিয়মিত পারফর্ম করেছেন ঘরোয়া ক্রিকেটে। মাঝের কিছু সময় আড়াল হয়ে পড়লেও চলতি বছরে আবার নতুন করে সবার নজরে এসেছেন মিডল অর্ডার এই ব্যাটার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন দিপু। 

ডিপিএলে নিজ দলের হয়ে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টে ৩৬.৯২ গড়ে ৪৮০ রান করেন দিপু। একইসঙ্গে ৯০.০৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সদ্য সমাপ্ত সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ, দলের সঙ্গেও ব্যাট হাতে নিজেকে চিনিয়েছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৩ ও অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন দিপু। এরপরই আলোচনা শুরু হয় দিপুর জাতীয় দলে খেলা নিয়ে। অবশেষে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন দিপু। 

আজ সোমবার (৫ জুন) মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমে মুখোমুখি হয়ে দিপু জানালেন মাকেই বলেছিলেন প্রথমে দলে ডাক পাওয়ার খবর।

দিপু বলছিলেন, 'গতকাল মাগরিবের আজানের সময় জানলাম জাতীয় দলে ডাক পেয়েছি। দলে ডাক পেয়েই প্রথম আম্মুকে ফোন দিয়েছি। মাঠে আসার পর প্রথমে কোচের সঙ্গে দেখা হয়েছে, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন।'

চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে বলেন, ‘খুশি তো লাগবে এটা স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি। ’ 

জাতীয় দলে টিকে থাকা সহজ ব্যাপার না। ঘরোয়া লিগের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের পার্থক্য দীপু টের পেয়েছেন ‘এ’ দলের হয়ে খেলে। এখন টিকে থাকতে তার নজর কোথায়? দীপু জানালেন শক্ত হতে চান মানসিকভাবে। 

তিনি বলেন, ‘আমি ডে বাই ডে নিজের স্কিলটা উন্নতি করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। যতই উন্নতি করব, আমার জন্য খেলাটা সহজ হবে। ’ 

২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের একজন ছিলেন দীপু। এই কয়েক বছরে তার সতীর্থদের অনেকেই গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি। দীপু অবশ্য এসব নিয়ে ভাবেননি কখনোই, ‘এসব ব্যাপার নিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি। চিন্তা করেছি, যখনই আমাকে ডাকবে খেলার জন্য প্রস্তুত থাকব। ’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ