• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩৭:৩৬ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ সকাল ১১:৩৭



রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ৩০৫টি ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৪ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (১৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->