• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩২ রাত ০১:৩৫:০৯ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

০২:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
বিশ্ব
বিশ্বের খবর

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস


শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৫



আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চ্যানেল এস ডেস্ক: 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। 

জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে, নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।  জানা গেছে, ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া, ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে, বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন, তার ভাষণে। ছাত্র-জনতার বিপ্লবের পর, নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা, বিশ্ববাসীকে জানাবেন ড. ইউনূস।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->