• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৯:৪৫:৪৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

মামুনুর রশিদের সঙ্গে একমত অভিনয় শিল্পী সংঘ


বৃহঃস্পতিবার ৩০শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৫১



মামুনুর রশিদের সঙ্গে একমত অভিনয় শিল্পী সংঘ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

নাট্যজন মামুনুর রশীদের একটি মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। তিনি একটি অনুষ্ঠানে সংস্কৃতি ও শিল্প অঙ্গনের বর্তমান চালচিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদের এই উক্তিতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অধিকাংশ মানুষই সহমত পোষণ করেছেন। কাউকে আবার এর বিপক্ষে অবস্থান নিতেও দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মামুনুর রশীদকে নেতিবাচক সমালোচনা করতে দেখা গেছে। এ অবস্থায় নন্দিত এ অভিনেতার পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ। 

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম নিজের ফেসবুকে বিবৃতিটি শেয়ার করেন। এরপর সম্মিলিতভাবে ওই বিবৃতি প্রকাশ করে প্রতিবাদ করছেন সংগঠনটির সদস্যরা। 

বিবৃতিতে লেখা আছে, ‘অদ্ভুত আঁধার এক পৃথিবীতে আজ। সাম্প্রতিক সময়ে আমাদের অগ্রজ নাট্যজন, একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় শ্রদ্ধার, ভালোবাসার অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মামুনুর রশীদ একটি সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ের আমাদের দেশের শিল্প-সাহিত্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিসহ নানান বিষয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে আমাদের শিল্প-সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে সাম্প্রতিক রুচির যে অবনমন, যে ধরনের বিষয়বস্তু প্রাধান্য পাচ্ছে ও আলোচিত হচ্ছে তা নিয়ে তিনি শঙ্কিত হয়ে বলেছেন, আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে...। উদাহরণ হিসেবে প্রতীকী অর্থে একটি নাম বলেছেন। তিনি কোনোভাবেই কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেননি বলেই আমরা বিশ্বাস করি।’

এরপর বলা হয়েছে, ‘বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে একজন মামুনুর রশীদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে। একটি বিশেষ সম্প্রদায় মামুনুর রশীদের বলা একটি শব্দ, লাইনকে ব্যবহার করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন, বিভাজন তৈরি করছেন তা ভীষণ নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। যে বা যারা এই কাজটি করছেন তারাই শিল্প ও সংস্কৃতির প্রধান শত্রু। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মামুনুর রশিদের সঙ্গে একমত। রুচি ও মূল্যবোধের ভীষণ অবক্ষয় চলছে। অদ্ভুত আঁধার এক পৃথিবীতে আজ।’

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ