• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৫:১১:১১ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক


মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:৩৫



যুগপৎ আন্দোলনের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

ফাইল ছবি

চ্যানেল এস ডেস্ক :

যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সামনে রমজান আসছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী অথচ সরকার সেদিকে নজর না দিয়ে শুধুমাত্র বিএনপির আন্দোলনে হামলা মামলায় ব্যস্ত রয়েছে। সরকার বেসামাল হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সভায় যুগপৎ আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। যৌথ ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র মঞ্চের ১৪ দফা এবং বিএনপির ১০ দফা ও ২৭ দফা রূপরেখার সমন্বয়ে নতুন যৌথ ঘোষণা তৈরি হচ্ছে। যাতে সকলকে নিয়ে কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়। মানুষ প্রস্তুত হয়ে গেছে, আন্দোলনের সফলতা সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি।

বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। দেখা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। আগামীতে নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে তার ধারণা পাওয়া গেল রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। সমস্ত নিয়ম পদদলিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ