• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ বিকাল ০৫:০৫:০০ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

৭ মার্চেই স্বাধীনতার প্রকৃত ঘোষণা হয়, পরে অনেকে তা পাঠ করেছেন: ওবায়দুল কাদের


মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ দুপুর ০১:০০



৭ মার্চেই স্বাধীনতার প্রকৃত ঘোষণা হয়, পরে অনেকে তা পাঠ করেছেন: ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

ঘোষক ও পাঠক এক বিষয় নয়। ৭ মার্চেই প্রকৃত স্বাধীনতার ঘোষণা হয়, পরে অনেকেই তা পাঠ করেছেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ৭ মার্চ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদেন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি হিসেবে জাতির পিতাই ৭ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

এরআগে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান সিদ্দিকী ববি। শ্রদ্ধা নিবেদেন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ