• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৩:০১ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আ. লীগ সরকার জড়িত: ফখরুল


রবিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৩৫



বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আ. লীগ সরকার জড়িত: ফখরুল

No Caption

চ্যানেল এস ডেস্ক : 

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও তার সরকার সম্পূর্ণভাবে জড়িত বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। 

ফখরুল বলেন, ২৫ ফেব্রুয়ারি আসলেই আওয়ামী লীগ সরকারের হৃদকম্পন শুরু হয়ে যায়। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও তার সরকার জড়িত। 

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগিতা এবং চক্রান্তের মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। তারা বাংলাদেশকে একটা দুর্বল নতজানু রাষ্ট্রে পরিণত করতে এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

বিএনপির এই নেতা বলেন, আজকে মানুষ জেগে উঠেছে। দেয়ালের লেখা পড়লেই এই সরকারের প্রতি মানুষের ঘৃণা দেখবেন। দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়। 

ফখরুল আরও বলেন, দেশকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুরু বিএনপি নয়, এখানে কেউ নিরাপদ নয়। এজন্য একতাবদ্ধ হয়ে এই সরকারকে বিদায় করতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে ততক্ষণ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এর আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ