কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমিরাবাদ-সাচার সড়কের ছোট লক্ষিপুর মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাঘোনা দক্ষিণ নগর এলাকার মৃত চিত্ররঞ্জন মণ্ডলের ছেলে পিযুজ মণ্ডল, আনুয়া খোলা এলাকার মৃত শরাফত উল্লাহর স্ত্রীর জাহানারা বেগম ও ছেলে শফি উল্লাহ, দাউদকান্দি দক্ষিণ নগর এলাকার রুহুল আমিনের ছেলে মনির মিয়া এবং ধরজখোলা এলাকার ওহিদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সকালে গৌরিপুর অভিমুখী সিএনজি অটোরিকশার সঙ্গে কচুয়া থেকে আসা আর কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো একজনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
মন্তব্য করুনঃ