চ্যানেল এস ডেস্ক:
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যানুযায়ী, ২ হাজার ৭৭২টি শূন্যপদে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়বেন ১৩০ জন।
জেলাগুলো হলো: রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
লটারির মাধ্যমে পরিদর্শক নির্ধারণ
প্রতি কেন্দ্রে ২৫ জন প্রার্থীর বিপরীতে একজন করে কক্ষপরিদর্শক নিয়োগ করবে জেলা কমিটি। কোন পরিদর্শক কোন কক্ষে দায়িত্ব পালন করবেন– পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে তা নির্ধারণ করা হবে।
ওএমআর শিট-প্রশ্নপত্র যেভাবে পৌঁছাবে
পুলিশ পাহারায় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে ওএমআর শিট, গোপনীয় ডকুমেন্টস সিলগালা করা ট্রাঙ্কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হবে। পরে পুলিশ ফোর্সসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তা কেন্দ্রে পাঠানো হবে।
যেসব নির্দেশনা মানতে হবে
- এক ঘণ্টা আগে প্রার্থীকে কেন্দ্রে যেতে হবে।
- পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
- পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে ঢোকা বা সঙ্গে রাখা যাবে না।
- কেউ অমান্য করলে তাৎক্ষণিক তাকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রার্থীদের ওএমআর শিট দেয়া।
- উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট ব্যবহার করতে হবে।
- পরীক্ষা শেষে উত্তরপত্র ও প্রশ্নপত্র চূড়ান্তভাবে জমা না দিয়ে কোনো প্রার্থী কেন্দ্র থেকে বের হতে পারবে না।
যেসব বিষয় জানা জরুরি
- পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ তালাবদ্ধ থাকবে।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজিয়ে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে। এরপর কোনো প্রার্থীকে প্রবেশ বা বের হতে দেয়া হবে না।
- এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেয়া হবে না।
- নারী প্রার্থীদের নারী পুলিশ ও পুরুষ প্রার্থীদের পুরুষ পুলিশ সদস্য তল্লাশি করবেন।
- মেটাল ডিটেক্টর দিয়ে কোনো ডিভাইস আছে কি না, তা শনাক্ত করা হবে
- হাজিরা শিটে পরীক্ষার্থীর ছবি, তথ্য ও স্বাক্ষর মিলিয়ে তার উপস্থিতি নিশ্চিত করা হবে।
- পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নের প্যাকেট পৌঁছাবে কক্ষ পরিদর্শকের হাতে।
মন্তব্য করুনঃ