• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৫৯:২৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

গণতন্ত্রের বিকাশে বাধা বিএনপি: কাদের


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ দুপুর ০১:৫২



গণতন্ত্রের বিকাশে বাধা বিএনপি: কাদের

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের বিকাশে বাধা। সরকারে থাকতেও দলটি গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে থাকতেও ক্ষতি করছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের প্রতিকৃতিতে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বারবার বাধাগ্রস্ত হলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার।

বর্তমান সরকারের আমলে গণতন্ত্র মুক্তি পেয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরাসহ নূর হোসেনের পরিবারের সদস্যরাও প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর সচিবালয়ের সামনে ১৫ দল, ৭ দল ও ৫ দলের অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচিতে রূপ লাভ করে।

স্বৈরশাসকের সব বাধাকে উপেক্ষা করে ওইদিন সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল সমবেত হয়। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল। তার খালি গায়ে বুকে এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তিপাক-স্বৈরাচার নিপাত যাক’।

সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের বেধড়ক লাঠিচার্জ আর টিয়ার গ্যাস নিক্ষেপ। পল্টন তখন রণক্ষেত্র। এরই মধ্যে খবর আসে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন নূর হোসেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ