• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৫:৪৬ (03-May-2024)
  • - ৩৩° সে:

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি


শুক্রবার ১৪ই জুলাই ২০২৩ বিকাল ০৩:০৩



বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায়। তবে এই সময়ে সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকবে। অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। 

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'আমাদের বার্তা থাকবে, কোচ ও আমার তরফ থেকে সবাইকে প্রস্তুত থাকার জন্য। যেহেতু এমন একটা অবস্থা বৃষ্টি আসতে পারে। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশ ঠিক করতে পারব।' 

তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসানম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যাবে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ