রিয়াজ মাহমুদে, গাবতলী প্রতিনিধি:
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, এই স্লোগানে সারা দেশের ন্যায় বগুড়ার গাবতলীতেও প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ২৩৫টি ভ’মিহীন ও গৃহহীনরা।
মাস কয়েক আগেও মাথাগোঁজার ঠাঁই ছিলো না এসব মানুষের। থাকতেন অন্যর বাড়ি কিংবা পথেঘাটে। অবহেলা অনাদর আর ভোগান্তি ছিলো নিত্যসঙ্গী। কখনো হয়তো স্বপ্নেও ভাবেননি, একান্ত নিজেদেরই হবে একটি আশ্রয়। প্রধানমন্ত্রীর বদৌলতে তারা পেয়েছেন একখন্ড জমিসহ আধুনিক সেমিপাকা ঘর। বাড়ির উঠোনে শাকসবজি উৎপাদন আর হাঁস মুরগি লালনপালন করে মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা। কৃতজ্ঞতার ছাপ তাদের চোখেমুখে। সরকারি বেসরকারি উদ্বোগে এবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তবে এখানে প্রতি চারটি পরিবারের জন্য দেয়া হয়েছে একটি করে টিউবওয়েল। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল দাবি করছেন বাসিন্দাদের কেউ কেউ।
আশ্রয়নে ঠাঁই পাওয়া উপকারভোগীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এবং ঋণসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা।
মন্তব্য করুনঃ