চ্যানেল এস ডেস্ক :
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভীড় করছে দর্শনার্থীরা।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে ঢাকার বিনোদন কেন্দ্রে বিশেষ করে চিড়িয়াখানায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রয়েছে।
বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোর ও তরুণ-তরুণী সহ উপস্থিতি ছিল সব বয়সি মানুষের। বানর, বাঘ ও সিংহের খাঁচার সামনে কৌতুহলীদের উপস্থিতি ছিল বেশি। বন্দি পশুপাখিদের দেখে আনন্দ লাভ করছেন তারা।
৫০ টাকা টিকিটের বিনিময়ে ঢুকে ফ্রিতে দেখা যাচ্ছে জীবজন্তুগুলোকে। চিড়িয়াখানায় পশুপাখি ও জীবজন্তুর সংখ্যা আরও বাড়ালে ভালো হতো বলে জানাচ্ছেন দর্শনার্থীরা। এদিন সকাল ৯টার পর থেকে চিড়িয়াখানায় প্রবেশ করেছেন দর্শনার্থীরা।
মন্তব্য করুনঃ